
আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ার আউকপাড়ায় দীর্ঘদিন ধরে জমি দখল,নিরীহ মানুষদের উপর নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে কিলার আইয়ুব আলী সিকদার গ্রেফতার করেছেন আশুলিয়া থানার পুলিশ।তিনি সম্প্রতি দায়ের হওয়া একটি অপহরণ ও চাঁদাবাজির মামলার অন্যতম আসামি ছিলেন।সরজমিন তথ্যসূত্র থেকে জানা যায়,আশুলিয়ার নবাবস্টেট এলাকার প্রায় ২১ একর জমি জাল কাগজপত্রের মাধ্যমে বিক্রি ও দখলের চেষ্টা,পাশাপাশি নিরীহ মালিকদের ভয়ভীতি ও মারধরের মাধ্যমে উচ্ছেদের অভিযোগ রয়েছে এই কিলার আইয়ুব আলীর বিরুদ্ধে।এছাড়াও স্থানীয়রা জানান,তিনি অস্ত্রের ভয় দেখিয়ে এবং দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছেন।এবিষয়ে ভুক্ত ভোগী মামলার বাদী মোঃ বসির হাওলাদার তার অভিযোগে জানান,গত ৮ই অক্টোবর সন্ধ্যায় সিকদার ও তার সহযোগীরা তাকে অপহরণ করে একটি বাড়িতে আটকে রাখে।এরপর মারধর করে আমার কাছ থেকে ২১,৫০০ টাকা জোরপূর্বক আদায় করাসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মুল্যে মালামাল লুটে করে নিয়ে যায়।এদিকে কিলার আইয়ুব আলী সিকদারের বিষয়ে স্থানীয় এলাকাবাসী তথ্যে সূত্র থেকে আরোও জানা যায়,কিলার আইয়ুব আলী সিকদার নিজেকে বিগর সময় থেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীদের মধ্যে নিজেকে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে উপস্থাপন করলেও প্রকৃতপক্ষে তিনি রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন,তাছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাম ভাঙিয়ে বিভিন্ন সময় প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন।এতে বিভ্রান্ত হয়েছে সাধারণ মানুষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।গ্রেপতারকৃত ব্যক্তি কিলার আইয়ুব আলী সিকদারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে,জমি দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনই ছিল তার মূল কার্যক্রম।তার সঙ্গে আরও অন্তত ২০ জনের একটি সংঘবদ্ধ দল জড়িত,যাদের বিরুদ্ধেও আশুলিয়াসহ কয়েকটি সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা হয়েছে।এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান,চাঁদাবাজি অপহরণ মামলার আসামী কিলার আইয়ুব আলী সিকদার কে মামলার ভিত্তিতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।এদিকে তার গ্রেফতারের খবর শুনে এলাকাবাসীর মধ্যে সস্থি ফিরে এসেছে,পাশা পাশি এলাকাবাসীর জোরদার দাবী জানিয়ে প্রশাসনের উদ্দেশ্য বলেন,কিলার আইয়ুব আলী বিরুদ্ধে জমি দখল,অপহরণ ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ রয়েছে।এ ধরনের প্রভাবশালী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করা হোক,যাতে ভবিষ্যতে কেউ এভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন চালাতে না পারে।
বাংলাদেশ সময়:১২:০০ মিনিট
২১শে অক্টোবর ২০২৫ইং
এএসএমকে