আশুলিয়া প্রতিনিধিঃ
সাভার উপজেলাধীন আশুলিয়ায় জুট ব্যবসা না দেওয়ায় একটি তৈরি পোশাক কারখানার জেনারেল ম্যানেজার'কে অপহরণ করার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।এঘটনায় ওই কারখানার কর্মকর্তা ও পরিবারের মাঝে চরমআতঙ্ক বিরাজ করছে।গত ৪ই ডিসেম্বর২০২৫ইং বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ার দিয়াখালি এলাকায় এ অহরণের ঘটনা ঘটে।এলাকার প্রত্যক্ষদর্শীরা জানায়,গতকাল সন্ধ্যায় জামগড়ার দিয়াখালি এলাকার রোজ ড্রেসেস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে কারখানা থেকে দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে বাসার উদ্দেশ্যে কারখানা থেকে বের হলে ছয় থেকে সাত জন যুবক তার গাড়ি অবরোধ করে ভয়ভীতি প্রদর্শন করে তাকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে।এছাড়াও আশুলিয়ার বিভিন্ন স্থানে প্রায় তিন ঘন্টা ঘুড়িয়ে জুট ব্যবসা না দিলে তাকে হত্যার হুমকি ধামকি দিয়ে কারখানার সামনে গাড়ি থেকে নামিয়ে দিয়ে অপহরনকারীরা পালিয়ে যায়। এঘটনায় খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তাছাড়া বিষয়ে অপহরণের শিকার গার্মেন্টস কর্মকর্তা সাধন কুমার দে বলেন,ওই ব্যক্তিদের জুট ব্যবসা না দেওয়ায় তারা অপহরণ করেছিলো বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।এদিকে এলাকাবাসী জানায়,সম্প্রতি ওই গার্মেন্টেস এর জুটব্যবসা ডিটের মাধ্যমে স্থানীয় রনিকে দেওয়া হলে একটি পক্ষ রনিকে জুট নিতে বাধা প্রদান করেন পরে কারখানা কতৃপক্ষ কোন পক্ষকে জুট না দিয়ে নিজেরাই জুট বিক্রি করছেন।তবে এবিষয়ে আশুলিয়া থানা পুলিশ বলেন, বিষয়টি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,এছাড়াও অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়:০৩:৫০ মিনিট
৫ই ডিসেম্বর ২০২৫ইং
এসএওএস