
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের অধীনে সাভার উপজেলার আশুলিয়া ও বিরুলিয়া ইউনিয়নে নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।রোববার(১৪ই সেপ্টেম্বর ২০২৫ইং) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়।ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উভয় ইউনিয়নের নতুন কমিটির নাম ও পদবী প্রকাশ করা হয়।আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন সভাপতি মোহাম্মাদ রয়মান মোস্তফা এবং সাধারণ সম্পাদক মোঃ মোসাব্বির শিহাব।কমিটিতে সহ-সভাপতি,যুগ্ম সাধারণ সম্পাদক,সহ-সাধারণসম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।অন্যদিকে,বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তুহিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির আহমেদ(সাব্বির)।এখানেও সংগঠনকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সংখ্যক সহ-সভাপতি ও সম্পাদক মণ্ডলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিনের লড়াই-সংগ্রামে ত্যাগ স্বীকার করা ছাত্রদল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে।পাশাপাশি যোগ্যতা ও সক্রিয় ভূমিকার ভিত্তিতে তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসায় কমিটিকে সুন্দর ও ভারসাম্যপূর্ণ হিসেবে অভিহিত করেছেন অনেকেই।স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা জানিয়েছেন,দীর্ঘদিন পর এমন একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি দেওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।তারা মনে করেন,এই কমিটি আশুলিয়া ও বিরুলিয়ায় ছাত্রদলের কার্যক্রমে নতুন গতি ও ঐক্যের সঞ্চার করবে।এজন্য তারা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।শিক্ষা,ঐক্য ও প্রগতি-র মূলমন্ত্রকে ধারণ করে গঠিত এই কমিটি স্থানীয় পর্যায়ে ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকেও নতুন নেতৃত্বকে স্বাগত জানানো হয়েছে এবং তাদের সফলতা কামনা করা হয়েছে।
বাংলাদেশ সময়:০৭:৩৫ মিনিট
১৬ সেপ্টেম্বর ২০২৫ইং
আরএসএম