
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।তিনি এসব পূজা মণ্ডপে গিয়ে পূজার আয়োজক কমিটির সদস্য ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন।এ সময় তার সঙ্গে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।ছাত্রদলের নেতাকর্মীরা শুধু পরিদর্শনই করেননি,বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশা পাশি পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্বে অংশ নেন।তারা ভক্তদের যাতায়াত, সার্বিক শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখেন।সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন,ধর্ম যার যার রাষ্ট্র সবার।বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমাদের এই সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে হবে। ছাত্রদল সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।প্রতিটি ধর্মীয় উৎসবে আমরা মানুষের পাশে থাকব।পূজা মণ্ডপের আয়োজক ও ভক্তবৃন্দ ছাত্রদল নেতাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।তারা বলেন,রাজনৈতিক দলের এধরনেরসহযোগিতা সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করবে।এ সময় ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়:১১:৪৫ মিনিট
২ই অক্টোবর ২০২৫ইং
আরএমএস