সাভার প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে সাভার পৌর ছাত্রদল।৭ই নভেম্বর শুক্রবার বিকেলে সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।গণসংযোগটি আইচানোদ্দা সুরমা গার্মেন্টসের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পাকিজা ইয়ামিন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এতে পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।এসময় ব্যানার-ফেস্টুন হাতে স্লোগান তোলেন তারা—তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত,তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক,সবার আগে বাংলাদেশ ইত্যাদি।সমাবেশ শেষে ছাত্রদল নেতা তাজ খান নাঈম বলেন,দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ গণমানুষের দলে পরিণত হয়েছে। আমরা তরুণ প্রজন্ম ঐক্য বদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাঠে আছি।তিনি আরও বলেন,বিএনপি 'র পক্ষ থেকে ঢাকা-১৯ আসনে ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।আমরা বিশ্বাস করি,জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার করবে।গণ সংযোগ শেষে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
বাংলাদেশ সময়ঃ ০৮:৫০ মিনিট
৭ই নভেম্বর ২০২৫ইং
আরইএমএস