
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই)হাসেমের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।অভিযোগে বলা হয়েছে,নিয়মিত অভিযানের অংশ হিসেবে আটক করা অবৈধ অটোরিকশা গুলোর বিরুদ্ধে মামলা না করেঅর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে।এই কাজে এসআই হাসেমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছে রতন নামে এক ব্যক্তি।সোমবার(২২শে সেপ্টেম্বর ২০২৫ইং)সাভার হাইওয়ে পুলিশের এক অভিযানে বেশ কয়েকটি অটোরিকশাআটক করা হয়।তবে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে এসআই হাসেমের নির্দেশে রতনের মাধ্যমে চালকদের কাছ থেকে টাকা নিয়ে গাড়ি ফেরত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।মোঃ মহসিন নামের এক চালক বলেন,এসআই হাসেম বলেন,মামলা হলে ২ হাজার ৬০০ টাকা জরিমানা দিতে হবে।তবে মামলা না হলে রতনের কাছে ১ হাজার টাকা দিলেই গাড়ি ছেড়ে দেওয়া হবে।পরে আমি রতনের হাতে ৫০০ টাকা দেই এবং বাকি ৫০০ টাকা বিকাশে পাঠাই।এ ঘটনায় এসআই হাসেম বা থানার কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।তবে স্থানীয় পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, এটি নতুন কিছু নয়—এর আগেও এসআই হাসেমের বিরুদ্ধে এমন অভিযোগ একাধিকবার উঠেছে।আইন বিশেষজ্ঞদের মতে,মামলা ছাড়া আটক যানবাহন ছেড়ে দেওয়া স্পষ্ট দুর্নীতির শামিল এবং দণ্ডনীয় অপরাধ।তারা অবিলম্বে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ ঘটনায় স্থানীয় চালক ও সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়,সেটিই এখন দেখার বিষয়।
বাংলাদেশ সময়ঃ
২৩শে সেপ্টেম্বর ২০২৫ইং
এসআরইএস