স্টাফ রিপোর্টারঃ
সাভার স্পেশালাইজড হাসপাতালে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময়ের দিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদযাপিত হয়েছে।এসময় সাভার স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম রানা'র সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন ডাঃ বিলকিস লায়লা(এমবিবিএস,বিসি এস(স্বাস্থ্য)এফসিপিএস(গাইনী এন্ড অক্স)স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন,কনসালটেন্ট(গাইনী এন্ড অবস)ল্যাপারোস্কোপিক সার্জারিতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত,ডাঃ সুবির চন্দ্র,নিউরো মেডিসিন বিশেষজ্ঞ,নিউরো সাইন্স হাসপাতাল,মো:মজিবর রহমান(পরিচালক-প্রসাশন)তৌহিদুল ইসলাম,(পরিচালক-অর্থ),মো:আবুল হাসমত(পরিচালক-ক্রয়-বিক্রয়)আসাদুর রহমান রিপিন (পরিচালক-আইটি)উজ্জ্বল হোসেন জীবন(এজিএম-মার্কেটিং)সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানগণ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান আশরাফুল ইসলাম রানা তার বলেন-মানুষের কল্যাণে সাভার স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে,এখানে যেন সকল শ্রেণীর মানুষ চিকিৎসা সেবা নিতে পারেন।এজন্য আমরা মাঝে মধ্যেই ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে থাকি যেন অসহায় মানুষদের সুচিকিৎসা নিশ্চিত করা যায়।অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক-প্রসাশন মজিবর রহমান ও হাসপাতাল পরিচালক-অর্থ তৌহিদুল ইসলাম বক্তব্যে বলেন-সাভার স্পেশালাইজড হাসপাতাল রোগীর কোয়ালিটি সার্ভিস দিতে বদ্ধপরিকর, তাই,চিকিৎসা প্রদানের ক্ষেত্রে রোগীদের সামাজিক অথবা আর্থিক অবস্থা আমরা বিবেচনা করিনা,আমরা রোগীর প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা প্রদান করে থাকি। আমরা যেন নিরলস ভাবে মানবতার সেবক হিসেবে এই অঞ্চলের শ্রমিক ও মেহনতি মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে যেতে পারি,এই দোয়া প্রত্যাশা করছি।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের অন্যতম চিকিৎসক ডাঃ সুবির চন্দ্র তার বক্তব্যে বলেন-সাভার স্পেশালাইজড হাসপাতাল সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় নিবেদিত প্রাণ,হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত ভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছেন যেন সাধারণ খেটে খাওয়া মানুষ ফ্রিতে চিকিৎসা সেবা গ্রহন করতে পারে।আমি এমন একটি মহৎ কাজে নিজেকে সংযুক্ত করতে পেরে আমি গর্বিত অনুভব করছি।পাশা পাশি সাভার স্পেশালাইজড হাসপাতালের সফলতা কামনা করছি।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট ১২জন বিশেষজ্ঞ চিকিৎসক সম্পূর্ণ বিনা ভিজিটে সকাল ১০ ঘটিকার সময় হইতে বিকেল ৫ ঘটিকার সময় পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন।পাশাপাশি সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষায় ছিল ২৫% ডিস্কাউন্ট সুবিধা।ফ্রিমেডিকেল ক্যম্পে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর স্বজনরা বলেন-সাভার স্পেশালাইজড হাসপাতালের ফ্রি ক্যাম্পের অপেক্ষায় আমরা থাকি,এখানে ফ্রিতে চিকিৎসা সেবা গ্রহন করতে পেরে আমরা খুশি।এটি অনেক বড় একটি উদ্যোগ।ফ্রি চিকিৎসাসেবা নিতে আসা আরেকজন বলেন-হাসপাতালের পরিসর আরো বড় করতে হবে,রোগীদের প্রচন্ড ভীড়ে চিকিৎসা সেবা নিতে তাদের কষ্ট হচ্ছে,তবে চিকিৎসা সেবা নিতে পেরে তিনিও অনেক খুশি।সর্বপরি,অত্র এলাকার মানুষজন হাতের কাছেই কোয়ালিটি ট্রিটমেন্ট পাওয়ায় হাসপাতালটির অনেক সুনাম বৃদ্ধি পেয়েছে বলে এসব রোগীর স্বজনরা মনে করেন।
বাংলাদেশ সময়:০১:০০ মিনিট
১৬ই ডিসেম্বর ২০২৫ইং
ডিএসএমইএইচ