
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা জেলার বিভিন্ন সরকারি দপ্তরকে পুজি করে হুমকি প্রধানসহ ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠে সাংবাদিক পরিচয় দানকারী কামরুজ্জামান হিমুর বিরুদ্ধে,এদিকে ধামরাই,সাভার,আশুলিয়া,আমিনবাজার সার্কেল অফিসে নিজ স্বার্থ আদায় না করতে পেরে এসব কার্যক্রম অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠে।এছাড়াও বিভিন্ন ভুমি অফিসের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচুত্যসহ বদলি করার হুমকি প্রধান করেন সাংবাদিক কামরুজ্জামান হিমু।সরজমিনের তথ্যসূত্র অনুযায়ী জানা যায় ঢাকা জেলা অন্তত ২০টি সহকারী কমিশনার(ভুমি) কার্যলয়ে মিউটিশ ও মিস কেস করেন কথিত সাংবাদিক কামরুজ্জামান হিমু।সরকারি সার্থযুক্ত মিউটেশনের ক্ষেত্রে সহকারী কমিশনার(ভুমি)সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি স্বার্থ থাকায় মিউটেশন না দিতে চাইলে,পূর্ববর্তী তাদেরকে ডিসি,এডিসি বরাবর নালিশসহ চাকরিচ্যুত করার হুমকি প্রধান করেন,এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুমি সরকারি কর্মকর্তা জানান,কিছুদিন আগে সাংবাদিক কামরুজ্জামান হিমু আমাকে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন,আমি তাকে বার বার বলি এখানে সরকারি স্বার্থ আছে এটা আমার কাজ না,তবুও তাকে কোনোভাবেই থামানো সম্ভব হয়না,এমনকি তিনি আমাকে চাকরিচ্যুত করার হুমকি প্রধান করেন বলে জানান তিনি।
আরো বিস্তারিত থাকছে দ্বিতীয় কলামে,,,,,
বাংলাদেশ সময়:০৮:১০ মিনিট
১৬ই সেপ্টেম্বর ২০২৫ইং
এসএমই