, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে সাভার হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান। আশুলিয়ায় পরিবেশ দূষণ প্রশাসন’কে বৃদ্ধা আঙুল দেখিয়ে সক্রিয় চারটি ভাটা। আর মাত্র একদিন পরেই দলিল থাকলেও বাতিল হচ্ছে যেসব জমির মালিকানা! বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। নারায়ণগঞ্জ ধলেশ্বরী নদীতে ফেরি থেকে মালবাহী ট্রাকসহ ৪ যানবাহন নদীতে,নিহত ৩,নিখোঁজ ১ ছিন্নমূল মানুষের মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার স্পেশালাইজড হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদযাপিত। রাজধানীর তেজগাঁও সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু:ফার্মগেটে সড়ক অবরোধ,তীব্র যানজট। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের শুনানি ৫ মার্চ পর্যন্ত মুলতবি। সাভার পিংক সিটির দখলদারত্বের বিরুদ্ধে মানববন্ধন।

আশুলিয়ায় অপহরণের দুইমাস পার হলেও সন্ধান মেলেনি ১২ বছরের শিশু গোলাম নবী।

শাহাদাৎ হোসেন সরকার(আশুলিয়া)
ঢাকার আশুলিয়ার সদরপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী শিশু গোলাম নবী দুই মাস ৭ দিন নিখোঁজ এখনো উদ্ধার হয়নি।এ ঘটনায় শিশুটির মা নূপুর আক্তার আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। তবে মামলার মূল আসামিরা এখনো পলাতক থাকায় পরিবার চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে।নিখোঁজ গোলাম নবীর মা মোছাঃ নূপুর আক্তার জানান, তার স্বামী সৌদি আরবে প্রবাসে থাকেন।তিনি ছেলে গোলাম নবীকে নিয়ে আশুলিয়ার পূর্ব সদরপুর এলাকার জালাল উদ্দিনের বাড়িতে ভাড়ায় থাকতেন।পাশের বাসার ভাড়াটিয়া মোঃ সাকিব(২৩),সফিক(২২) মোঃ সিফাত (২০)ও মোছাঃ ফরিদা(২১)প্রায়ই তাদের সঙ্গে ঝামেলা করতো।গত ২২শে সেপ্টেম্বর ২০২৫ সকাল ৯টার দিকে আসামিদের পিতা জালাল উদ্দিন বাদিনী নূপুর আক্তারকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।এরপর ১ ও ২ নং আসামি বাসায় এসে তাহার অজান্তে বিভিন্ন অজুহাতে গোলাম নবীকে বাইরে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা জানায়,আসামিরা গোলাম নবীকে কৌশলে চারাবাগ গ্যাস ফ্যাক্টরির কাছে নিয়ে গেছে।তারপর থেকে শিশুটি আর বাড়ি ফিরে আসেনি।নূপুর আক্তার বলেন, আমরা আশপাশে ও আত্মীয়দের বাড়িতে অনেক খোঁজ করেছি,কিন্তু ছেলেকে আর পাইনি।দুই মাস পার হয়ে গেলেও কোনো খবর নেই।এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের পর পুলিশ ইতোমধ্যে আসামিদের দুইজন অভিভাবককে গ্রেফতার করে একদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে।তবে মূল আসামিরা এখনও পলাতক।এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক(এসআই)মাহমুদুল হাসান জানান,শিশু গোলাম নবীকে উদ্ধারের জন্য আমাদের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।পাশাপাশি পলাতক আসামিদেরগ্রেফতারের চেষ্টা চলছে।এলাকাবাসী বলছেন ছেলেটির মা নুপুর আক্তার রয়েছে আতংকে, ইতিমধ্যে মামলা উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন এলাকার প্রভাবশালি মহল।আমরা চাই ছেলেটিকে উদ্ধারেরপাশাপাশি মুল আসামিদের ধরে উপযুক্ত শাস্তি প্রধান করা হোক।এদিকে,শিশুটির পরিবার বলছে,ঘটনার পর থেকে তারা আতঙ্কে দিন কাটাচ্ছে এবং প্রশাসনের কাছে সন্তানের দ্রুত উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়:০২:৪০ মিনিট
২৫শে অক্টোবর ২০২৫ইং
এএমইএস

ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে সাভার হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান।

আশুলিয়ায় অপহরণের দুইমাস পার হলেও সন্ধান মেলেনি ১২ বছরের শিশু গোলাম নবী।

প্রকাশের সময় : ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

শাহাদাৎ হোসেন সরকার(আশুলিয়া)
ঢাকার আশুলিয়ার সদরপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী শিশু গোলাম নবী দুই মাস ৭ দিন নিখোঁজ এখনো উদ্ধার হয়নি।এ ঘটনায় শিশুটির মা নূপুর আক্তার আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। তবে মামলার মূল আসামিরা এখনো পলাতক থাকায় পরিবার চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে।নিখোঁজ গোলাম নবীর মা মোছাঃ নূপুর আক্তার জানান, তার স্বামী সৌদি আরবে প্রবাসে থাকেন।তিনি ছেলে গোলাম নবীকে নিয়ে আশুলিয়ার পূর্ব সদরপুর এলাকার জালাল উদ্দিনের বাড়িতে ভাড়ায় থাকতেন।পাশের বাসার ভাড়াটিয়া মোঃ সাকিব(২৩),সফিক(২২) মোঃ সিফাত (২০)ও মোছাঃ ফরিদা(২১)প্রায়ই তাদের সঙ্গে ঝামেলা করতো।গত ২২শে সেপ্টেম্বর ২০২৫ সকাল ৯টার দিকে আসামিদের পিতা জালাল উদ্দিন বাদিনী নূপুর আক্তারকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।এরপর ১ ও ২ নং আসামি বাসায় এসে তাহার অজান্তে বিভিন্ন অজুহাতে গোলাম নবীকে বাইরে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা জানায়,আসামিরা গোলাম নবীকে কৌশলে চারাবাগ গ্যাস ফ্যাক্টরির কাছে নিয়ে গেছে।তারপর থেকে শিশুটি আর বাড়ি ফিরে আসেনি।নূপুর আক্তার বলেন, আমরা আশপাশে ও আত্মীয়দের বাড়িতে অনেক খোঁজ করেছি,কিন্তু ছেলেকে আর পাইনি।দুই মাস পার হয়ে গেলেও কোনো খবর নেই।এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের পর পুলিশ ইতোমধ্যে আসামিদের দুইজন অভিভাবককে গ্রেফতার করে একদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে।তবে মূল আসামিরা এখনও পলাতক।এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক(এসআই)মাহমুদুল হাসান জানান,শিশু গোলাম নবীকে উদ্ধারের জন্য আমাদের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।পাশাপাশি পলাতক আসামিদেরগ্রেফতারের চেষ্টা চলছে।এলাকাবাসী বলছেন ছেলেটির মা নুপুর আক্তার রয়েছে আতংকে, ইতিমধ্যে মামলা উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন এলাকার প্রভাবশালি মহল।আমরা চাই ছেলেটিকে উদ্ধারেরপাশাপাশি মুল আসামিদের ধরে উপযুক্ত শাস্তি প্রধান করা হোক।এদিকে,শিশুটির পরিবার বলছে,ঘটনার পর থেকে তারা আতঙ্কে দিন কাটাচ্ছে এবং প্রশাসনের কাছে সন্তানের দ্রুত উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়:০২:৪০ মিনিট
২৫শে অক্টোবর ২০২৫ইং
এএমইএস