
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।এতে সড়কে যান চলাচল বন্ধ হওয়াসহ তীব্র যানজটের সৃষ্টি হয়।এছাড়াও তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।এদিকে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান ঘটনার বিষয়টির তথ্য জানান।তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান আরো বলেন,তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত এক ছাত্র গত ১০ই ডিসেম্বর ২০২৫ইং বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃতু্যবরণ করেন। এ ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করেবিক্ষোভ করেন শিক্ষার্থীরা।এদিকে ঘটনাস্থলের পুলিশ সূত্র জানা যায়,ফার্মগেট এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক শ শিক্ষার্থী।এ ঘটনায় সংশ্লিষ্ট সড়ক গুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়।এ ঘটনায় সড়কে তীব্র যানজট তৈরি হয়।যানজটে ভোগান্তিতে অসংখ্য যাত্রীরা।এছাড়াও ভোগান্তিতে পরা প্রত্যক্ষদর্শীর একাধিক ব্যক্তি জানান,ফার্মগেট মোড়সহ সংশ্লিষ্ট সড়কে শিক্ষার্থীরা অবস্থান করছেন।তাঁরা নানা স্লোগানের মধ্য দিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
বাংলাদেশ সময়ঃ ০৩:০৫ মিনিট
১১ই ডিসেম্বর ২০২৫ইং
এসএমইউএইচ

নিজস্ব প্রতিবেদক। 








