
জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ফেরি থেকে মালবাহী ট্রাকসহ চার যানবাহন নদীতে পড়ে ডুবেযাওয়ার ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যরা।শনিবার(২০শে ডিসেম্বর ২০২৫ইং)রাতে ফতুল্লার বক্তাবলী ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।পরে রাত আনুমানিক দের ঘটিকার দিকে তাদের চারজনের মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস।উদ্ধারকৃত মৃতদেহের তাতক্ষনিক ভাবে প্রাথমিক পরিচয়ে জানা যায়,একজন মোটরসাইকেল চালক মোঃ রফিক,ভ্যানচালক মোঃ স্বাধীন ও অপরজন মাসুদ মিয়া।এঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান,নদীর মাঝখানে ফেরি থেকে একাধিক যানবাহন পানিতে পড়ে ডুবে যায়।এ ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছেন,এছাড়াও ফায়ার সার্ভিসের ডুবুরিদল অপর এক ব্যক্তি নিখোঁজ থাকায়, এখোন উদ্ধার তল্লাশি চলমান রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়:১০:২৫ মিনিট
২১শে ডিসেম্বর ২০২৫ইং
এনএসএফই

জেলা প্রতিনিধি। 








